শনিবার সকাল সাড়ে ৮টায় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ ঈদ জামায়াতে অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতি ও বিশ্ববাসীর মঙ্গলকামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতি ঘণ্টা পর পর সকাল ১১টা পর্যন্ত জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।