জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও দেখা যায় তাকে। এনটিভির একটি মিউজিক্যাল শো উপস্থাপনা করেছেন দীর্ঘদিন ধরে। তবে নিয়মিত বা গতবাধা কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। কাজের মানের বিষয়ে কোনো ছাড় দেননি তিনি। সম্প্রতি নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন রুমা।
একটি রান্নার অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি। রমজান মাস উপলক্ষে অনুষ্ঠানটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে।
রুমা বলেন, ‘দীর্ঘ বিরতির পর আবার উপস্থাপনায় ফিরলাম। ভালো লাগছে। এর আগে এধরনের অনুষ্ঠান করা হয়নি। তবে শুটিং শুরু হবার পর বেশ এনজয় করছি।’ অনুষ্ঠানটি এই রমজানে বেশ কয়েকটি চ্যানেলে প্রচারিত হবে।
এছাড়াও রুমা ব্যস্ত রয়েছেন ঈদের নাটক নিয়ে। কয়েকটি ঈদের নাটকের শুটিং শুরু হয়েছে। আরও কয়েকটির কাজ সামনেই শুরু করবেন রুমা।
এবার ঈদের নাটক প্রসঙ্গে রুমা বলেন, ‘আমাদের নাটকের মান বরাবরই ভালো। তবে বাজেটের জন্য একটা সমস্যা থেকে যায়। এবার ঈদে আমি যেসব নাটকে কাজ করছি কাজগুলোর গল্প অনেক ভালো।’
ঈদের নাটকের জনপ্রিয়তা নিয়ে রুমা আরও বলেন, ‘এখনও অনেক নাটক জনপ্রিয় হচ্ছে। কিন্ত সমস্যা হচ্ছে নাটকের সংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের ভালো কাজগুলোও মিশে যাচ্ছে। সেই জায়গা থেকেও এখন অনেক নাটক জনপ্রিয়তা পাচ্ছে। দর্শকরা দেখতে চাচ্ছেন।’