প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২(শনিবার) ১১:০৭ পিএম
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে সমাবেশ ও গণমিছিল করার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা মহানগরীতে আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণমিছিল শুরু হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই ৩০ ডিসেম্বরকে কালো দিন বিবেচনায় নিয়ে এই কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, সরকার পতনে লাগাতার কর্মসূচিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সরকার পতনে ১৪ দফা দাবি উপস্থাপন করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে মাঠে থাকার ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।