প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ (শনিবার) ০৮:২১ পিএম
বিএনপি ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর আস্ফালন করছে। ওইদিন তারা পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আজ (৩ ডিসেম্বর) শনিবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক সভায় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বিএনপি-জামায়াত দেশের সব অর্জন নস্যাৎ করার চেষ্টা করছে। দলটি অশুভ পথে ক্ষমতার পরিবর্তন চায়। বিএনপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি রুহুল আমিন ও হেদায়েতুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরে, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।