হিলি প্রতিনিধি।
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ (শনিবার) ০৭:৫১ পিএম
দিনাজপুরের হিলিতে ভারতীয় এক নাগরিকের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ ও ছয় কেজি পিতলের আংটি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আজ (৩ ডিসেম্বর) শনিবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় কুসুম সরকার নামে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে এসব উদ্ধার করা হয়।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবদুল মজিদ বলেন,আজ শনিবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতীয় নারী নাগরিক কুসুম সরকার দেশে ফিরে যাওয়ার সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে কাস্টমসের ব্যাগেজ শাখায় আসেন। এ সময় তার গতিবিধি দেখে সন্দেহ হলে কাস্টমস নারী সদস্যরা তাকে তল্লাশি করে। পরে তার কাছ থেকে ৯ ভরি স্বর্ণের অলঙ্কার ও ছয় কেজি পিতলের আংটি পাওয়া যায়। যার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বর্ণের অলংকার ও পিতলের আংটি জব্দ করে কাস্টমস গুদামে জমা করা হয়েছে। পরে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় নাগরিক কুসুম সরকার ভারতের পশ্চিমবঙ্গের রাঘুনাথবাতি গ্রামের বাসিন্দা। তিনি গতকাল শুক্রবার এই পথ দিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসেন।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।