নারায়ণগঞ্জ প্রতিনিধি।
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ (শনিবার) ১০:২৪ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।আজ (১৭ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলার ডহরগাও গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
দগ্ধরা হলেন মো. জাহিদ (৪০), রুমা (২৭), লাবনী (১১) ও ইয়াসিন (৮)।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে , সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন জ্বালালে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় জাহিদসহ তার পরিবারের চারজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগেছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আগুনে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়। জাহিদ ২৯ শতাংশ, স্ত্রী রুমা আক্তার ২৩ শতাংশ, মেয়ে লাবনী ২২ শতাংশ এবং ছেলে ইয়াছিন সামান্য দগ্ধ হয়েছে। তারা সবাই বার্ন ইউনিটে ভর্তি আছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।