রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি।
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২(রোববার) ০৮:৩০ পিএম
নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।আজ (১৮ ডিসেম্বর) রোববার দুপুর ২টার দিকে খুলনা-চিলাহাটীগামী রূপসা ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
নিহত ব্যক্তি উপজেলার খট্রেশ্বর হাদি পাড়া গ্রামের কালীচরণের ছেলে কাজল চরণ (৩২)।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) আর এ শামিম হোসেন জানান,আজ রোববার দুপুরে খুলনা-চিলাহাটীগামী রূপসা ট্রেন রাণীনগর রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে নামতে গেলে ট্রেনের নিচে পরে যায় কাজল। এতে তার শরীর থেকে এক হাত বিচ্ছিন্নসহ বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।