প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ (শনিবার) ০৯:৪৭ পিএম
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে (২৪ নভেম্বর)বৃহস্পতিবার ভোর ৬টা থেকে (২৫ নভেম্বর) শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১৪ হাজার ১৫৩ পিস ইয়াবা, ৫৬ দশমিক ৭০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা রুজু করা হয়েছে।
খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।