নারায়ণগঞ্জ প্রতিনিধি।
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২(রোববার) ০৮:২০ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা টোলপ্লাজার সামনে একটি যাত্রীবাহী বাস থেকে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে।আজ (১৮ ডিসেম্বর) রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আটককৃতরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মৃত আলমাসের ছেলে মামুন (৫২) এবং একই জেলা ও থানার জাগিরপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে আবদুল আউয়াল সিদ্দিক (৩০)।নরসিংদী জেলার শিবপুর থানার সাগুটিয়া গ্রামের হিরণ মিয়ার ছেলে জুবাইদ ভূঁইয়া (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানতে পারে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামক একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র ঢাকায় আসছে। এ সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি টিম ভোর রাত থেকে সোনারগাঁ থানাধীন মেঘনা ঘাটের আশাড়িয়ার চর নামক স্থানে পুলিশ চেকপোস্টে অবস্থান নেয়। পরে দুপুর ১২.০৫ মিনিটে রিলাক্স কিং পরিবহনের একটি বাস থামানো হয়। এ সময় বাসের সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপারকে কৌশলে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, গাড়ির পিছনের সিটের বডির মধ্যে ফিটিং করা অবস্থায় ইয়াবা আছে।
তিনি আরও জানান, গাড়ির পিছনের বডির একটি অংশ খুলে সেখানে দুটি প্যাকেটে ছত্রিশ হাজার পিস ইয়াবা পায়। এ ঘটনায় গাড়ির সুপারভাইজার ড্রাইভার এবং হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে আসছে। এই চক্রের অন্যান্য সদস্যদের আটকের প্রচেষ্টা অব্যাহত আছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।