গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জয়দেবপুর থানার নাশকতার মামলায় আদালতে অভিযোগপত্র গৃহিত হবার প্রেক্ষাপটে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্তের বিষয়ের চিঠি বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নান তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।