ক্রীড়া প্রতিবেদক।
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ (রোববার) ১০:৫০ এএম
বিশ্বমঞ্চের ২২তম আসরের প্রথম ম্যাচে হেরে পাল্টে যাওয়া সমীকরণ থেকে ঘুরে দাঁড়িয়েছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশ্বমঞ্চে টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোল জয় তুলে নিয়েছে মেসিরা।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
ম্যাচে জাদুকরী এক গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসি দাবি করলেন, এই জয় আর্জেন্টিনার জন্য নতুন এক শুরু।
মেসি বলেছেন, আমরা জানতাম, আমাদের জিততেই হতো। এটা বিশ্বকাপে আমাদের জন্য নতুন এক শুরু আর আমরা এটা করতে পেরেছি। আমরা ছেড়ে দিতে পারি না। আমাদের এমন থাকতে হবে।
আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ম্যাচটা জেতার জন্য অনেক কঠিন ছিল। কারণ, মেক্সিকো ভালো খেলেছে, তাদের দারুণ এক কোচ আছে। বলও তারা নিয়ন্ত্রণ করেছে। প্রথমার্ধে তীব্রতা নিয়ে খেলেছি। আর দ্বিতীয়ার্ধে যখন আমরা শান্ত হয়েছি, বলকে গোল অবধি নিয়ে গেছি। সবকিছু ঠিকঠাক করতে এই ম্যাচ জিততেই হতো।
পিএসজির এই ফুটবলারের দাবি, সব ম্যাচই ফাইনাল, ভুল করা যাবে না। আমরা জানি মানুষের প্রতিক্রিয়া এই রকম হবে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছি, অনেক লম্বা সময় ধরে একসঙ্গে আছি, এই সময়ে অনেক সুন্দর কিছুই ঘটেছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।