বগুড়া প্রতিনিধি।
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ (বৃহস্পতিবার) ১০:৩০ পিএম
বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মা’র ওপর অভিমান করে রঞ্জু মিয়া (১৪) নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত কিশোর রঞ্জু উপজেলার গোপালনগর ইউনিয়নের পিপুরবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত কয়েক দিন ধরে রঞ্জু তার বাবা-মা’র কাছে মোবাইল কিনতে চাচ্ছিল। কিন্তু মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে গতকাল বুধবার বিকেলে দাদির ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় । পরে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক মঞ্জুর মোর্শেদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।