বিনোদন প্রতিবেদক।
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ (রোববার) ১০:২৭ এএম
চিত্রনায়ক রিয়াজের ঘরে এসেছে নতুন অতিথি। গত সপ্তাহে পুত্র সন্তানের বাবা হয়েছেন রিয়াজ। শনিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নবজাতকের ছবি পোস্ট করে সুখবরটি জানান তিনি।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
রিয়াজ লিখেছেন, আল্লাহ পাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।
অপরদিকে তার স্ত্রী মুশফিকা খান তিনা লেখেন, আলহামদুলিল্লাহ, আমাদের আব্বাজান। আমিরার ভাইজান। সবার দোয়া কামনায়।
পরবর্তীতে চিত্রনায়ক রিয়াজ গণমাধ্যমকে জানান, আমাদের পরিবার পূর্ণতা পেল। গত সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতালে ছেলের জন্ম হয়। মা ও সন্তান দুজনই ভালো আছেন। আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
রিয়াজ আহমেদ, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক বিখ্যাত নাম। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ভক্তদেরকে। ১৯৯৪ সালে তিনি চাচাতো বোন ববিতার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে ভ্রমণে এসে প্রয়াত অভিনেতা-প্রযোজক জসিমের নজরে পড়েন। এভাবে তিনি সিনেমায় নাম লেখান।
এই অভিনেতা ২০০৭ সালে বিয়ে করেন মডেল তিনাকে। এরপর ২০১৫ সালের ৩০ মে তাদের কোল জুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান।৭ বছর বয়সী মেয়ের নাম আমীরা সিদ্দিকী।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।