বরিশাল প্রতিনিধি।
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ (মঙ্গলবার) ০৯:০৩ পিএম
বরিশালে পারিবারিক কলহের জেরে বটি দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।সোমবার (২৮ নভেম্বর) রাতে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
নিহত শেখ ইকবাল কবির (৬০) ওই এলাকার দলিল উদ্দিন স্কুলসংলগ্ন মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোমবার রাত ১০টার দিকে ইকবাল বাসার ছাদে বসেছিল। এ সময় পেছন থেকে তার স্ত্রী জাফরিন আরা পপি এলোপাতাড়ি কোপ দেয়। ইকবালের চিৎকার শুনে তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ইকবালকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাতিজা সোহাগ বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
এবিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক এনামুল বলেন, এ ঘটনায় ইকবালের স্ত্রী জাফরিন আরা পপিকে আটক করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।