প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ (বৃহস্পতিবার) ১০:১০ পিএম
নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আজ (১ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে ঢাকা গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ঢাকায় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে। সোহরাওয়ার্দী উদ্যানে নয়, পল্টনেই বিএনপির গণসমাবেশ হবে।
তিনি বলেন, আমরা শুধু নয়াপল্টনে সমাবেশ করতে লিখিতভাবে জানিয়েছি। আমরা আগেও নয়াপল্টনে সমাবেশ করেছি। এখন এমন কী অসুবিধা হবে যে ১০ ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনে করা যাবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তো বলেছিলেন গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবে না। কিন্তু আমরা বিপরীত চিত্র দেখছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সংঘর্ষ চাই না।
১০ ডিসেম্বর গণসমাবেশ উপলক্ষে অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আইন, যোগাযোগ, স্বাস্থ্য ও প্রচার উপকমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন মির্জা আব্বাস।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।