প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ (বুধবার) ১০:৫১ পিএম
রাজধানীর ধানমন্ডিতে কাভার্ডভ্যানের চাপায় একটি রিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় রিকশাচালকসহ দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারে এ দুর্ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
তিনি বলেন, ধানমন্ডিতে বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় রিকশার দুইজন আরোহী ঘটনাস্থলে মারা গেছেন। এতে আহত রিকশাচালকসহ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।