নারায়ণগঞ্জ প্রতিনিধি।
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ (শনিবার) ০৯:৪৭ পিএম
নারায়ণগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন জুয়েল রানা (৪৫) নামের এক ব্যক্তি।আজ (১৭ ডিসেম্বর) শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে হাবিবপুর এলাকায় ইউপি সদস্য আবুল হোসেন তুষারের বাড়িতে এ ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
জুয়েল রানা উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার বাসিন্দা।
জুয়েল জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন। দীর্ঘদিন ধরে ব্রাজিলের খেলোয়াড় নেইমারের অভিনয়ে বিরক্ত হয়ে দলটির প্রতি আস্থা হারিয়ে ফেলেন। পাশাপাশি আর্জেন্টিনা দলের বিশ্বসেরা খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হন। সেই অনুভূতি থেকে ব্রাজিল সমর্থন ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থনে দলে যোগ দেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন তুষার গণমাধ্যমকে বলেন, আর্জেন্টিনা একটি সেরা দল। সেই বোধোদয় জুয়েল রানার মনে জন্মেছে। আর্জেন্টিনার সমর্থক হওয়ায় তাকে সাধুবাদ।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।