নিজস্ব প্রতিনিধি।
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২২(শুক্রবার) ১২:০২ এএম
টিস্যুর প্যাকেটে লুকিয়ে ইয়াবা পাচারকালে দুই জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে তাদের আটক করা হয়।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আটককৃতরা হলেন-মো. জুয়েল প্রকাশ মানিক (৩৪) ওরকি শেখ (৩০)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০০ পিস ইয়াবা।
পুলিশসূত্রে জানা গেছে, দুজনই পেশায় গাড়িচালক। তারা গাড়ি চালানোর আড়ালে মাদকের কারবার করতেন। কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করেন তারা। বৃহস্পতিবার ভোরে ইয়াবার এমন একটি চালান নিয়ে যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর ট্রাফিক বক্সের পাশ থেকে তাদের আটক করা হয়।
তাদের দুজনেরই পকেট থেকে ৩০০ পিস করে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবা টিস্যু প্যাকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো ছিল।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন ক্রাইম রিপোর্টার২৪.কমকে বলেন,আটককৃত জুয়েল গাজীপুর জেলার জয়দেবপুর থানার মাস্টারবাড়ি এলাকার নিয়ত আলীর ছেলে আর রকি খুলনার খালিশপুর থানার খালিশপুর হাউজিং বাজার এলাকার সুলতান শেখের ছেলে।
তিনি আরও বলেন,আটককৃত জুয়েলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।