(ফকিরহাট) বাগেরহাট প্রতিনিধি।
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২(রোববার) ১০:৪৭ পিএম
বাগেরহাটের ফকিরহাটে ঘরে ঢুকে এক মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগী ওই ছাত্রীর মা একজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
তবে মামলার আসামি দেয়াপাড়া গ্রামের হাবিল শেখকে (৩৫) পলাতক রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল মামলার এজাহারসূত্রে জানান, উপজেলার শুভদিয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে গত ১৩ ডিসেম্বর রাত দুইটার দিকে অভিযুক্ত হাবিল শেখ ঘুমন্ত ওই কিশোরীর ঘরের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে আসেন। এরপর ওই কিশোরীর মাকে লোহার রড দিয়ে হাতে আঘাত করে পালিয়ে যান হাবিল।
তিনি আরও জানান, হাবিলের রডের আঘাতে কিশোরীর মার হাত ভেঙ্গে যায়। স্থানীয়রা মেয়ে ও মাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধর্ষণের শিকার কিশোরীর সেখানে ডাক্তারি পরীক্ষাও করা হয় বলেও তিনি জানিয়েছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ক্রাইম রিপোর্টার২৪.ককে বলেন, আসামিকে আটকের জোর চেষ্টা চলছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান। খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।