প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২(শনিবার) ১১:২৫ পিএম
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠকে নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ বেশকিছু দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।আজ (১৭ ডিসেম্বর) শনিবার বিকেল সাড়ে ৩টায় হেফাজত মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল গণভবনে গিয়ে এসব দাবী জানান। বৈঠক শেষে সন্ধ্যায় তারা বের হন।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
এসময় হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন রব্বানী গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীকে হেফাজতের নেতাকর্মীদের মুক্তি ও তাদের নামে সব মামলা প্রত্যাহারসহ শিক্ষা কমিশনে আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
সংগঠনটির আরেক নেতা মাওলানা মীর ইদরীস বলেন, আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রীর আমাদের কথা গুরুত্ব সহকারে শুনেছেন।
সূত্র জানায়, বৈঠকে হেফাজত ইসলামের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা। একইসঙ্গে সংগঠনটির নেতাদের নামে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এর পাশাপাশি পাঠ্য বইয়ে ধর্মীয় কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আপত্তি তুলে ধরে হয়।
এর আগে, গত শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য হেফাজতের নেতারা করোনাভাইরাস পরীক্ষা করান।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।