খুলনা প্রতিনিধি।
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ (বুধবার) ১১:২৫ পিএম
খুলনায় পুলিশ পরিচয় দিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে (৩৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের আড়ংঘাটা থানা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
ধর্ষণের শিকার নারী দৌলতপুর থানার ফুলবাড়ি গেট এলাকার নারকেলতলার বাসিন্দা। বর্তমানে ওই নারী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
ওই নারী সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনি ও তার স্বামী আড়ংঘাটা বাজার এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখানে ৪থেকে৫ জন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। ভয় দেখিয়ে স্বামীকে অন্য জায়গায় আটকে রেখে তাকে একটি বাসায় নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
তিনি আরও জানান, ধর্ষণের সময় ভিডিও ধারণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তারা। পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজামান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে ঘটনাটি জানতে পেরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।