আন্তর্জাতিক ডেস্ক।
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ (সোমবার) ১১:৫১ এএম
মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
গতকাল (২৭ নভেম্বর) রোববার দেশটির রাজধানী ইয়াউন্দে এ ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, প্রায় ২০ মিটার উঁচু মাটির একটি বাঁধের গোড়ায় অবস্থিত ফুটবল মাঠে অন্ত্যেষ্টিক্রিয়ায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। হঠাৎ সেটি তাদের ওপর ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
মৃতদেহগুলো হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর ক্যামেরুনে ভারী বর্ষণে কয়েক দফায় বন্যা হয়েছে। ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।