কুড়িগ্রাম প্রতিনিধি।
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ (রোববার) ০৯:৪৪ এএম
কুড়িগ্রামের রাজীবপুরে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।গতকাল (২৬ নভেম্বর) শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় এ ঘটনা ঘটে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
নিহত দুই শিশু হলো রাজিবপুর উপজেলার বড়াই ডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩) এবং রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩)। রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের বড়াইডাংগি এলাকায় তাদের নানাবাড়িতে থাকতো।
প্রতিবেশীসূত্রে জানা গেছে, শিশু দুটি বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় পায়ের জুতা ভাসছে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম ক্রাইম রিপোর্টার২৪.কমকে বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।