কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পারভেজ নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের ঝাউবনে এক পর্যটকের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ কনস্টেবল পারভেজ ছিনতাইকারীদের ধরতে এগিয়ে যান। এ সময় পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।