প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ (শনিবার) ০৮:৪০ পিএম
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা মিটিং করেন, মিছিল করেন, আন্দোলন-সংগ্রাম যা-ই করেন, কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে মানুষের ওপর হামলা করলে একটাকেও ছাড়ব না।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।
আজ (২৬ নভেম্বর) শনিবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। অথচ, বিএনপি কী করেছে? বাংলাদেশের এমন কোনো জায়গা নেই তারা অত্যাচার নির্যাতন করেনি। একইসঙ্গে মা-মেয়েকে ধর্ষণ করেছে। বিএনপির অত্যাচার-সন্ত্রাসের কারণে মানুষ শান্তিতে থাকতে পারেনি। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে অত্যাচার করেছে, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে একইভাবে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করল। আমাদের নেতাকর্মী, মহিলা আওয়ামী লীগের নেত্রীদের হত্যা করল। এমন জঘন্য কাজ বিএনপি-জামায়াত করতে পারে, যা কল্পনাও করা যায় না।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, তারা সবাই খুনি। তাদের কী অধিকার আছে দেশে রাজনীতি করার? এরা মানুষের কল্যাণে কী কাজ করবে?
সম্মেলনে মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক পদে শবনম জাহান শীলার নাম ঘোষণা করা হয়।খবর ক্রাইম রিপোর্টার২৪.কমের।