চট্টগ্রামে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় তেলবাহী একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানিয়েছেনে রেল কর্মকর্তারা।
রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তেলবাহী ট্রেনটি শান্টিং (লাইন পরিবর্তন) করার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে রেলের উদ্ধাকারী ট্রেন লাইনে তুলে আনলে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় ট্রেনটি।
কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াগন লাইনচ্যুত হলেও তেলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কোন হতাহতও নেই।