শাহজালালে দেড় কোটি টাকার প্রসাধনী জব্দ
কর ফাঁকি দিয়ে আমদানি করার সময় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কোটি টাকার মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা অধিদফতর।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকা থেকে এই বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের পাঠানো এক মোবাইলের খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ঢাকার আয়ান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ৫ লাখ টাকা কর দিয়ে পাকিস্তান থেকে ক্রিম, ফেসওয়াশ, লোশনসহ বিভিন্ন প্রসাধনী আমদানি করেছে। এসব পণ্যের মোট শুল্ক দাঁড়ায় ৪৫ লাখ টাকা।
এ ঘটনায় জড়িত হাসান অ্যান্ড হারুণ ট্রেডিংয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই বার্তায় জানানো হয়।