২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা রাষ্ট্রীয়ভাবে চালানো হয়েছিল। বিএনপি-জামায়াতের রাষ্ট্রীয় সন্ত্রাসে গ্রেনেড হামলা করা হয়েছে।’
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্যই ১৯৭৫ সালের ১৫ আগস্টের ন্যায় ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল।