ইন্দোনেশিয়ায় উদ্ধার ১৮ বাংলাদেশি দেশে ফিরেছে
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ইন্দোনেশিয়ার উপকূল থেকে উদ্ধার ১৮ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে তারা অবতরণ করেন। এসময় তাদেরকে খুব দুর্বল দেখাচ্ছিল।
আইওএম বাংলাদেশের মুখপাত্র অনিন্দ্য দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সাগর থেকে উদ্ধারের পর তাদের ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরনার্থী শিবিরে রাখা হয়েছিল। এরপর দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের নাগরিকত্ব যাচাইবাছাইয়ের পর দেশে ফেরত আনা হয়।