মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭
মালয়েশিয়ায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে পৃথক অভিযানে তিন গৃহবধূসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন, শাকিলা আক্তার (৩০), মাহমুদা পারভীন (৫০), আলেয়া বেগম (৪৫), আবুল কালাম আজাদ (৫২), আল-আমিন আসিক (২৬), আব্দুল্লাহ (৩৬) ও হুন্ডি ব্যবসায়ী আওলাদ হোসেন (৩০)
গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। গ্রেফতারকালে তাদের কাছ থেকে মুক্তিপণের ১৪ লাখ ৯৯ হাজার ৮১৪ টাকা উদ্ধার করা হয়।