বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে চাই: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে আমরা সার্বজনীন করতে চাই। বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির পিতা। তিনি শুধু আওয়ামী লীগের পিতা নন।’
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খবর বাসসের।