চট্টগ্রামে ইয়াবাসহ আটক ২
চট্টগ্রামের বাকলিয়া থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শাহ আমানত সেতুর কাছে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইসামুল হক খান ওরফে সায়মন ও আমির খান।
বাকলিয়া থানার ওসি মোহম্মদ মহসিন ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানিয়েছেন, ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘শ্যামলী পরিবহনের’ একটি বাস থেকে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে দুইজনের ব্যাগের মধ্যে কয়েকটি ছোট প্যাকেটে মোট দুই হাজার ৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।