অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ নিয়ে হাইকোর্টের রুল
১৮ বছরের কম বা অপ্রাপ্ত বয়স্কদের তথ্য অন্তর্ভুক্ত করে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমের অন্তর্ভুক্তকরণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এই রিট আবেদন শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার আদেশ জারি করে।
ভোটার তালিকা হাল নাগাদকরণ কার্ড ১৮ বছরের নিচে অপ্রাপ্ত বয়স্কদের অন্তর্ভুক্ত করণে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী জেড আই খান পান্না।
আবেদনের পক্ষে শুনানি করেন ড. শাহদিন মালিক ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি মোতাহার হোসেন সাজু।