ডিএসইতে মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনের দেড় ঘণ্টায় ২৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৩ পয়েন্টে।