চান্দিনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
কুমিল্লার চান্দিনায় মোটরাইকেলের ধাক্কায় মাসুদ (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনার আরো তিনজন আহত হয়েছেন। সোমবার ভোরে চান্দিনা পৌরসভা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ চান্দিনা উপজেলার হারং গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা। তার বাবার নাম নজরুল ইসলাম।
আহতরা হলেন- নোমান (২২), শরীফ (২৫) ও ফরহাদ (২৫)। আহত নোমানকে ঢাকার এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে এবং শরীফ ও ফরহাদ কুমিল্লা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী মোটরসাইকেল চালিয়ে নোমান, শরীফ ও ফরহাদ চান্দিনায় আসছিলেন। এসময় পৌরসভা ভবন সংলগ্ন সড়কে পথচারী মাসুদকে ধাক্কা দিলে চারজনই মারাত্মক আহত ন। তাদের আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে মাসুদ নিহত হয়।
চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী ক্রাইম রিপোার্টার ২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।