ময়মনসিংহে দুই নবজাতকের লাশ উদ্ধার
ময়মনসিংহে দুই নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পলিথিনে মোড়ানো অবস্থায় শহরের পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের পাশের একটি ডোবা থেকে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ক্রাইম রিপোার্টার ২৪.কমকে বলেন, স্থানীয়রা সকালে ওই ডোবায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পৃথক ভাবে শিশু দু’টি পলিথিনে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাতের ফলেই এ ঘটনা ঘটেছে।