কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চৌধুরী মিয়া (২৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চৌধুরী মিয়া নিহত চৌধুরী মিয়া জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের শ্রীহাস্য গ্রামের আবু তাহেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে চৌদ্দগ্রামের নানকরা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও প্রাডো (ঢাকা মেট্রো-ঘ-১৩-৮৯৫৫) গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোরিকশা চালক চৌধুরী মিয়া ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চৌধুরী মিয়ার মরদেহ এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে দুপুর দেড়টার দিকে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান ক্রাইম রিপোর্টার ২৪.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।