শাহ আমানতে ২৫ স্বর্ণবার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২৫ টি স্বর্ণবারসহ আবছার মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার সন্ধ্যায় ওমান এয়ারে আসা একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
এ প্রসঙ্গে বিমান বন্দরে কাস্টমসের উপ-কমিশনার মো. মিনহাজ উদ্দিন পাহলোয়ান ক্রাইম রিপোর্টার ২৪.কমকে বলেন, ‘ওমান এয়ারে আসা একটি ফ্লাইটে আবছার মিয়া নামক এক যাত্রীকে সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে ২৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণবারের আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা’।