টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ২০ হাজার ইয়াবাসহ মায়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জালিয়াপাড়ার ১ নম্বর স্লুইচ গেট এলাকার নাফ নদীর কেওড়া বাগান থেকে ইঢাবাসহ তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন- মায়ানমারের মংডুর ডেইলপাড়া গ্রামের মো. সুলতানের ছেলে মো. আমান উল্লাহ (২৪) ও মো. ইউনুছের ছেলে মো. ইউসুফ আলী(৩০)।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, আটক যুবকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।