চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনাইচন্ডী হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন। এছাড়াও আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ইজারা ঘরের গ্রিলের সাথে বিদ্যুতের তার লেগে গেলে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নজরুল (৫০), হাজি সেলিম ও আলমগীর (৪০)। নজরুলের বাড়ি সিরাজগঞ্জে। হাজি সেলিমের বাড়ি বগুড়ায়। আর আলমগীর গোমস্তাপুর উপজেলার নজরপুর গ্রামের তারেকের ছেলে।
ঘটনার পরপরই বগুড়া ও সিরাজগঞ্জের তিনজনের লাশ তাদের সঙ্গীরা ট্রাকে করে নিয়ে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা জানা যায়নি। এ ব্যাপারে নাচোল থানার ওসি জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।