মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামি গ্রেফতার
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সোনাইকান্দা গ্রামের আহমদ আলি (৬০) ও বারহা দক্ষিণপাড়া গ্রামের রহমান (৬০)।
পূর্বধলা থানার এসআই নুরুল আমিন ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানিয়েছেন, রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থক উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামের হাজি সিরাজ আলী ওরফে চান্দু হাজীকে হত্যা করা হয়। এই অভিযোগ এনে ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ আটজনকে আসামি করে মামলা করেন শাহেদ আলী (৫৪)। এই মামলার প্রধান আসামি আহমদ আলী ও পাঁচ নম্বর আসামি রহমান। পরে এই মামলাটি ট্রাইব্যুনালে পাঠানো হয়।