টরন্টোতে কালিদাস কর্মকারের একক শিল্পকর্ম প্রদর্শনী
টরন্টো মঙ্গলবার শুরু হচ্ছে কালিদাস কর্মকারের একক শিল্পকর্ম প্রদর্শনী। মিসিসাগাস্থ প্রোমেনাদে গ্যালারিতে এ প্রদর্শনী চলবে আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত। এতে খ্যাতিমান এই শিল্পীর ৪৪টি শিল্পকর্ম স্থান পাচ্ছে।
কালিদাস কর্মকার সময় টিভিকে জানান, কানাডাতে এটাই তার প্রথম একক চিত্র প্রদর্শনী।
উল্লেখ্য, প্রবাসী বাঙালি ছাড়াও কানাডার অনেক নাগরিক এ প্রদর্শনীতে আগ্রহ প্রকাশ করছে।