মিন্টুর জামিন, আমানের নামঞ্জুর
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু নাশকতার মামলায় আত্মসমর্পণের পর তার জামিন মঞ্জুর করেছেন আদালত।
অন্যদিকে আদালত এ মামলার অন্য আসামি বিএনপির যুগ্ন-সম্পাদক আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর করেছেন।
রোববার দুপুরে মি্ন্টু আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালত এ পৃথক আদেশ দেন।
আদালতে মিন্টু এবং আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পিপি আবদুল্লাহ আবু।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি বিএনপির হরতাল-অবোরধ চলাকালে ৬ নম্বর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গাড়িচালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় মিন্টু এতদিন উচ্চ আদালতের দেওয়া জামিনে ছিলেন।