আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মোঃ সফিকুল ইসলাম (৩০) কে মাদক বহনের দায়ে অভিযুক্ত করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলার সদর উপলোর সীমান্তবর্তী অরণ্যপুর নামক এলাকায় বিবির বাজার বিওপির সুবেদার মো. আবদুল কুদ্দুছের নেতৃত্বে বিজিবি’র জোয়ানরা অতর্কিত অভিযান পরিচালনা করে ৬ বোতল হুইস্কি ও ৪ বোতল বিয়ার সফিককে সহ হাতেনাতে গ্রেফতার করে ।। এসময় সাথে থাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম (৩০) একই উপজেলার অরণ্যপুর গ্রামের তরব আলীর পুত্র বলে বিজিবি’র সূত্রটি নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, একই সময়ে অভিযান পরিচালনা করে সর্বমোট ৩১ লাখ ১৬ হাজার ৭’শ টাকা মূল্যমানের চোরাচালান পণ্য আটক করে । আটককৃত পণ্যের মধ্যে ছিল : ভারতীয় মদ, বিয়ার, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট,
হরলিক্স, চা-পাতা, রসুন ও কসমেটিক্স সামগ্রী ।