বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে বিএসএফ
নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্তে শহিদুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি গরু ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার সকালে করমুডাঙ্গা সীমান্তের ২৩৭ মেইন পিলারের কাছে নো-ম্যান্সল্যান্ড এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে বিজিবি।
নিহত শহিদুল ইসলাম উপজেলার কলমুডাঙ্গা চন্দেরঘাট এলাকার বাসিন্দা।
করমুডাঙ্গা ক্যাম্পের সুবেদার আব্দুল আউয়াল খান জানান, বুধবার রাতে শহিদুল ইসলামসহ কয়েকজন উপজেলার করমুডাঙ্গা সীমান্তের ২৩৭ মেইন পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বিএসএফ ৩১ সনঘাট ক্যাম্পে টহলরত জোয়ানরা ভারতের অভ্যন্তরে শহিদুল ইসলামকে আটক করে। বিএসএফ সদস্যরা রাতভর তাকে বিভিন্ন ভাবে নির্যাতনের পর গলা কেটে হত্যা করে ২৩৭ মেইন পিলারের সীমান্তের নো-ম্যান্সল্যান্ড এলাকায় লাশ ফেলে রেখে যায়। বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন শহিদুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
পত্নীতলা ১৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল রফিকুল হাসান পিএসসি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।