রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
রাজধানীর তেজগাঁ রেলস্টেশনের উত্তর দিকে ও মহাখালীর আমতলীতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
জানা গেছে, বিকাল সাড়ে চারটার দিকে তেজগাঁও রেলস্টেশনের ৩০০ গজ উত্তরদিকে একটি লোকাল ট্রেনের নিচে অজ্ঞাতপরিচয় এক যুবক কাটা পড়ে। তার বয়স আনুমানিক পঁচিশ বছর।
এ ছাড়া ৫টার দিকে মহাখালীর আমতলি এলাকায় চল্লিশ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।