নাশকতার মামলায় ফালুর জামিন নামঞ্জুর
রাজধানীর বাড্ডা থানায় দায়েরকৃত নাশকতার মামলায় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন ফালুর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন।
এর আগে সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ফালু। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে।
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ ক্রাইম রিপোর্টার ২৪.কমকে জানান, আদেশ পুনর্বিবেচনা করে জামিন মঞ্জুর করতে পুনরায় আবেদন করা হয়েছে। এই সংক্রান্ত সর্বশেষ আদেশ এখন পর্যন্ত আদালত প্রদান করেননি।