শ্রম বাজার মন্দা হওয়ায় অবৈধপথে যাত্রা ১১ মাসে পাচার ৫৬ হাজার মৃত দেড় হাজার মুক্তিপণ ৩শ কোটি
সম্প্রতি মানব পাচার ও সমুদ্রপথে বিদেশযাত্রা বেড়েছে উদ্বিগ্নহারে। অনেকটা মৃত্যু জেনেও এক শ্রেণির মানুষ এ পথ অবলম্ভন করছে। এর পেছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যে, দেশে বেকারাত্ত্বের হার বেড়ে যাওয়া ও বৈধপথে বিদেশ গমনে চাহিদার তুলনায় একেবারেই কমে যাওয়ায় মানব পাচারের এ ঘটনা ঘটছে। রিক্রুটিং এজেন্সি সংগঠন বায়রা সংশ্লিষ্ট নেতারা বলছেন, দীর্ঘ বছর ধরে সৌদি, মালয়েশিয়া, কুয়েত,ইরাকসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে শ্রম বাজার বন্ধ থাকায় এদেশের বেকার লোকজন দালালদের চক্রে পরে অবৈধপথে বিভিন্ন দেশে প্রবেশ করছে। রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলোতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রয়েছে। এদেশের বেকার যুবকরা বিদেশ গমনে আগ্রহী। বিদেশে শ্রমিক কম নেওয়ায় অবৈধ সুযোগ কাজে লাগাচ্ছে অসাধু দালাল চক্র। দালাল চক্র তাদের এ ইচ্ছাকে কৌশলে কাজে লাগিয়ে স্বল্প খরচ বেতন বেশি পাইয়ে দেওয়াসহ নানা স্বপ্ন দেখায়। দালালদের খপ্পরে পরে অবৈধভাবে স্থলপথ,জলপথ এবং বিমানপথে বিদেশে যাচ্ছে যাত্রীরা।