ছাতা তৈরিতে চীনের বিশ্বরেকর্ড
বিশ্বের সবচেয়ে বড় ছাতা তৈরি করে রেকর্ড গড়লো জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন। ৫.৭ টন ওজনের এই ছাতাটির ব্যাস ২৩ মিটার এবং উচ্চতা ১৪.৪ মিটার।
সোমবার চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশির শিয়াংজি জেলায় ছাতাটি উন্মুক্ত করা হয়। এর আগে, ২০১০ বিশ্বের সবচেয়ে বড় ছাতার রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখায় ভারত।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দেশটির একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন ছাতাটি তৈরি করেছে। সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি ছাতা উন্মুক্তের দিনই তা পরিদর্শন করেন।
সিনহুয়া আরও জানিয়েছে, ৫.৭ টন (৫,৭০০ কেজি) ওজনের এই ছাতাটি একটি প্লাজায় স্থাপন করা হয়েছে। যা ৪১৮ বর্গমিটারের সমপরিমাণ এলাকা ঢেকে ফেলে ছাতাটি।
২০১০ সালে ভারতের তৈরি ছাতাটির ব্যাস ছিল ১৭.০৬ মিটার, আর উচ্চতা ছিল ১০.৯৭ মিটার। এর ওজন ছিল দুই হাজার ২০০ কেজি।