লোপেজের বিরুদ্ধে তদন্ত ও মামলা
রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত মরক্কোর কনসার্টে খোলামেলা পোশাক পরে সংগীত পরিবেশন করে বিতর্কের জন্ম দিলেন জেনিফার লোপেজ। যৌন উদ্দীপক পোশাকআশাক কেনো, তা নিয়ে তদন্ত চান দেশটির প্রধানমন্ত্রী আবদেলিলা বেঙ্কিরানে। কীভাবে এমন অমার্জিত, রুচিহীন একটা অনুষ্ঠান টিভিতে দেখানো হলো, তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।